• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

ভূমিকম্পে ফের কেঁপে উঠল রাজধানী, উৎসস্থল হরিয়ানা

দিল্লি, ১৫ অক্টোবর–  ফের থরহরি কম্প রাজধানী৷ রবিবার বিকেলে আচমকাই কেঁপে ওঠে দিল্লির বিস্তীর্ণ এলাকা৷ শুধু দিল্লি নয়, দিল্লির আশপাশেও কম্পন অনুভূত হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর৷ খবর অনুসারে, রবিবার বিকেল ৪টে ০৮ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি৷ জানা গেছে, এই কম্পনের উৎসস্থল হরিয়ানার ফরিদাবাদ৷ ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা

Earthquake. (Photo: IANS)

দিল্লি, ১৫ অক্টোবর–  ফের থরহরি কম্প রাজধানী৷ রবিবার বিকেলে আচমকাই কেঁপে ওঠে দিল্লির বিস্তীর্ণ এলাকা৷ শুধু দিল্লি নয়, দিল্লির আশপাশেও কম্পন অনুভূত হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর৷
খবর অনুসারে, রবিবার বিকেল ৪টে ০৮ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি৷ জানা গেছে, এই কম্পনের উৎসস্থল হরিয়ানার ফরিদাবাদ৷ ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.১৷ ফরিদাবাদের ৯ কিলোমিটার পূর্বে, মাটির পাঁচ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল৷
উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিকে নেপালে ভয়ঙ্কর ভূমিকম্প হয়৷ সেই ভূমিকম্পের রেশ এসে লাগে দিল্লিতেও৷ দিল্লিও কেঁপে উঠেছিল৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২৷ প্রায় ২০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছিল রাজধানীতে৷ রবিবার বিকেলের ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়ায়৷ আতঙ্কে বাডি়র বাইরে বেরিয়ে আসেন লোকজন৷ ভূকম্প বিশেষজ্ঞেরা এই ধারাবাহিক কম্পন নিয়ে অনেক আগেই পূর্বাভাস দিয়েছিলেন৷ তাঁদের পূর্বাভাস, উত্তর-পশ্চিম হিমালয়ে অদূর ভবিষ্যতে রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে৷ পূর্বাভাসের পরে দফায় দফায় কেঁপেছে দিল্লি৷