• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

নেপাল, আন্দামানের পরে অরুণাচলেও ভূকম্পন 

ইটানগর,১০ নভেম্বর — নেপাল আন্দামানের পর ভূমিকম্পের অভিমুখ অরুণাচল প্রদেশে গিয়ে দাড়ালো।ভূমিকম্পে কেঁপে উঠলো অরুণাচল প্রদেশ।পরপর জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্বের এই রাজ্য ।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৭।বৃহস্পতিবার সকালে এই কম্পনের কেন্দ্র অরুণাচলের সিয়াং। মাটির নীচে প্রায় ১০ কিলোমিটার গভীরে ঘটে ভূমিকম্প।তবে গোটা উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন এলাকাতেই জোরালো কম্পন টের পাওয়া গিয়েছে। । পরপর ভূমিকম্পনে

ইটানগর,১০ নভেম্বর — নেপাল আন্দামানের পর ভূমিকম্পের অভিমুখ অরুণাচল প্রদেশে গিয়ে দাড়ালো।ভূমিকম্পে কেঁপে উঠলো অরুণাচল প্রদেশ।পরপর জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্বের এই রাজ্য ।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৭।বৃহস্পতিবার সকালে এই কম্পনের কেন্দ্র অরুণাচলের সিয়াং। মাটির নীচে প্রায় ১০ কিলোমিটার গভীরে ঘটে ভূমিকম্প।তবে গোটা উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন এলাকাতেই জোরালো কম্পন টের পাওয়া গিয়েছে। ।

পরপর ভূমিকম্পনে সেরকম বড়  ধরণের কোনো ক্ষয় ক্ষতির ঘটনা সামনে আসেনি। তিন দিন ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ভারতের তিন প্রান্ত। মঙ্গলবার নেপালে ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছিল দিল্লি, উত্তরপ্রদেশ, বিহারের মতো একাধিক রাজ্য। নেপালের কম্পনের মাত্রা ছিল ৬.৭। এর পরে গতকাল, বুধবার মাঝরাতে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে । রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৩।