তিলজলা কাণ্ড ঘিরে ধুন্দুমার, শিয়ালদাহ থেকে পাকসার্কাস বন্ধ ট্রেন চলাচল 

কলকাতা ,২৭ মার্চ — তিলজলার ঘটনা ক্রমশ বৃহৎ আকার ধারণ করছে।নৃশংসতার চরম দৃষ্টান্ত এই ঘটনাটি। ছোট্ট  শিশুটিকে  স্ক্রু ড্রাইভার দিয়ে মাথায় আঘাত করা হয়। খুনের আগে  তার সাথে যৌন নির্যাতন চালানো হয়। এই ঘটনার প্রতিবাদে ধীরে ধীরে বাড়ছে জনরোষ। মানুষ বাইরে বেরিয়ে প্রতিবাদ জানাচ্ছে।সকাল পর্যন্ত স্থানীয়রা বন্ডেল গেট অবরোধ করেছিলেন ,বেলা বাড়ার সাথে সাথে শিয়ালদহ ,পার্কসার্কাস ট্রেন চলাচল বন্ধ হয়। মানুষ তাদের ক্রোধের বশে ট্রেনের সামনে বিক্ষোভ দেখান। 

সূত্রের খবর পার্ক সার্কাসের পর পিকনিকগার্ডেন অবরোধ করা হয়।তিলজলা কাণ্ডে জনরোষ সামলানোর জন্য সাথে  সাথে বিশাল পুলিশ বাহিনী নামানো হয় । পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে শুরু হয় খন্ড যুদ্ধ। দমকলের গাড়ি লক্ষ্য করে  শুরু হয় ইট বৃষ্টি। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। 

রাস্তায় পথচলতি মানুষেরা নিজের প্রাণ বাঁচিয়ে এদিক ওদিক দৌড়া দৌড়ি করছেন। পরিস্তিতি ক্রমশ ভয়াবহ হতে শুরু হয়েছে। পথচারীরা আতঙ্কিত। শেষমেশ দমকলকে পিছনে সরতে  হলো। পুলিশের সাথে বিক্ষোভ কারীদের সংঘর্ষ বিশাল আকার ধারণ করেছে।