• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি , দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ৪ টি বিমান অবতরণে মানা

কলকাতা,৩০ এপ্রিল — শুরু হয়ে গেছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ।সকালের দিকে সূর্য মাথার ওপর থাকলেও দুপুর গড়াতে না গড়াতেই আকাশের মুখ ভার হয়ে আসে ।চারিদিকে নেমে আসে অন্ধকার ।তারপরই শুরু হয় বৃষ্টি,তার মাঝেই বিদ্যুতের ঝলকানি । আর এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কলকাতা বিমানবন্দরে নামতেই পারল না চারটি বিমান। সূত্রে খবর, মুষলধারে বৃষ্টি ও ঝড়ের কারণেই

কলকাতা,৩০ এপ্রিল — শুরু হয়ে গেছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ।সকালের দিকে সূর্য মাথার ওপর থাকলেও দুপুর গড়াতে না গড়াতেই আকাশের মুখ ভার হয়ে আসে ।চারিদিকে নেমে আসে অন্ধকার ।তারপরই শুরু হয় বৃষ্টি,তার মাঝেই বিদ্যুতের ঝলকানি । আর এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কলকাতা বিমানবন্দরে নামতেই পারল না চারটি বিমান।

সূত্রে খবর, মুষলধারে বৃষ্টি ও ঝড়ের কারণেই ৪টি বিমানকে অবতরণের অনুমতি দেওয়া যায়নি। চারটি বিমানের মধ্যে একটি এসেছিল ইম্ফল থেকে। আগরতলা, গুয়াহাটি থেকেও কলকাতাগামী বিমান অবতরণ করতে পারল না কলকাতা বিমানবন্দরে। সব কটি বিমান উড়িয়ে নিয়ে যাওয়া হয় রাঁচিতে। আপাতত সেখানেই রয়েছে বিমানগুলি। আবহাওয়া ঠিক হলে কলকাতায় আনা হবে সেগুলি।

হাওয়া অফিস সূত্রে খবর, রবি ও সোমবার রাজ্যজুড়ে চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।