এলাকার বাসিন্দাদের দাবি, ২০১৩ সাল থেকে দুই পরিবারের মধ্যে মতবিরোধ লেগেই থাকত। ওই বছর ধীর সিংহের পরিবারের দুই সদস্যকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে গজেন্দ্র সিংহের বিরুদ্ধে। সেই ঘটনার জল গড়িয়েছিল আদালতে। তখন আদালত বিষয়টি মীমাংসা করে। এরপর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দুই পরিবারের বিবাদ দূর করার চেষ্টা করা হয়। উভয় পক্ষের সমঝোতার পর গজেন্দ্র সিংহের পরিবার লেপা গ্রামে ফিরে এসে আবার বসবাস শুরু করে।
শুক্রবার আবার দুই পরিবারের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। অভিযোগ, ধীর সিংহের দলের সদস্যরা গজেন্দ্র সিংহের দলের সদস্যদের উপর হামলা চালান। এরপরই দুই পক্ষের মধ্যে লাঠালাঠি শুরু হয়। গজেন্দ্রর পরিবারের লোকেদের মারধর করে ধীর সিংয়ের লোকেরা। ধীর সিংয়ের দলের সদস্য শামু ও অজিত গুলি চালান বলে অভিযোগ। পাল্টা প্রতিরোধের চেষ্টা করে গজেন্দ্রর দলবল। এর পরই শুরু হয় দুপক্ষের লড়াই। আচমকাই ধীর সিংহের দলের সদস্যেরা বন্দুক নিয়ে গজেন্দ্র সিংহের পরিবারের উপর গুলি চালান, মৃত্যু হয় ৬ জনের। বেশ কয়েক জন আহত হন। এই ঘটনার পর থেকেই পলাতক ধীর সিংহ এবং তাঁর পরিবার।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।