ভরতপুর, ২৫ অক্টোবর – জমি নিয়ে বিবাদের জেরে এক যুবককে ট্রাক্টরে পিষে মারা হল। মৃত্যু নিশ্চিত করতে বারবার ওই যুবকের শরীরের উপর ট্রাক্টরের চাকা তুলে দেওয়া হয়। বুধবার এই হত্যাকান্ড ঘটে রাজস্থানের ভরতপুরের বায়না এলাকার আদ্দা গ্রামে। +মৃত যুবকের নাম নিরপাত সিং। জমি বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ভাইয়ের শরীরের উপর দিয়ে ট্র্যাক্টর চালিয়ে দেন দাদা। আট বার ট্রাক্টর দিয়ে ভাইকে পিষে দেন দাদা। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, যত ক্ষণ না মৃত্যু নিশ্চিত হয়েছে তত ক্ষণ ট্রাক্টর চালানো থামাননি তিনি। অভিযুক্ত দামোদর সিংকে গ্রেফতার করেছে পুলিশ।
কয়েক দিন ধরেই বাহাদুর সিংহ ও আতর সিংহের পরিবারের মধ্যে সামান্য জমি নিয়ে বিবাদ চলছিল। বাহাদুর ও আতর দু’ভাই। বাহাদুরের ছেলে দামোদর। আর আতর সিংহের ছেলে নিরপাত। যে জমি নিয়ে গন্ডগোল, বুধবার সকালে সেখানে ট্রাক্টর নিয়ে পৌঁছন বাহাদুরের পরিবারের লোকজন। খবর পেয়ে আতরের পরিবারের লোকজনও সেখানে পৌঁছয়। এর পরেই শুরু হয় সংঘর্ষ। ভাইরাল হওয়া ছবিতে সেই নৃশংসতা আরও স্পষ্ট হয়েছে। স্থানীয়রা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, লাঠি, রড নিয়ে দু’পক্ষের সংঘাত শুরু হয়। দুই পরিবারের সংঘাতে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। মারামারিতে মাটিতে পড়ে যান নিরপাত। তখনই তাঁর উপর দিয়ে দামোদর ট্র্যাক্টর চালিয়ে দেন বলে অভিযোগ। কেউ কেউ ট্রাক্টরটি থামানোর চেষ্টা করেন , কিন্তু কোনও কর্ণপাত করেননি দামোদর সিং।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় সদর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। থানার আইসি জয়প্রকাশ জানিয়েছেন, দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে।
এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। রাজস্থানে ভোট সামনেই । এই ঘটনায় রাজস্থানের কংগ্রেস সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিজেপি। কিছু দিন আগেই সেখানে গিয়েছিলেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা। বিজেপির অন্যতম মুখপাত্র সম্বিত পাত্র এ নিয়ে প্রিয়াঙ্কার বিরুদ্ধেও তীব্র আক্রমণ করেন । কংগ্রেস যদিও বুধবার দুপুর পর্যন্ত এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি। নতুন করে যাতে অশান্তি রুখতে এলাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।