মুম্বাই , ২৬ মে – ১৫০০ কোটি টাকারও বেশি মূল্যের উদ্ধার করা মাদক পুড়িয়ে ফেলল শুল্ক দফতর। শুক্রবার নবি মুম্বাইয়ের তালোজা এলাকার পুড়িয়ে নষ্ট করে ফেলা হয় ৩৫০ কেজি ওজনের ওই মাদক দ্রব্যের পাহাড়। গত বছরের অক্টোবর মাসে ফলের ঝুড়ি থেকে বিপুল পরিমাণে মাদক উদ্ধার করে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। উদ্ধার হওয়া মাদকগুলির মধ্যে ছিল ৯ কেজি কোকেন এবং ১৯৮ কেজি মেথামফেটামিন। এ ছাড়াও ৩২,৯ কেজি মারিজুয়ানা, ৮১.৯১ কেজি মান্ড্র্যাক্স এবং ২৯৮টি এমডিএমএ ট্যাবলেট মুম্বাই এবং তার আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয়। সেই সমস্ত মাদকদ্রব্যও নষ্ট করে ফেলা হয়।