ঘরে বসে মদ্যপান, পানশালায় নয়, মধ্যপ্রদেশে নয়া ফরমান
ভোপাল , ২০ ফেব্রুয়ারি — রাজ্যে মদ্যপান কমাতে ক্যাবিনেট বৈঠকে নতুন আবগারি নীতি গ্রহণ করল মধ্যপ্রদেশ সরকার। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এই নতুন নীতির অধীনে পানশালা ও ‘আহাতাস’ অর্থাৎ মদের দোকান লাগোয়া মদ্যপানের যে জায়গা থাকে, তা বন্ধ করে দেওয়া হবে। পরিবর্তে বাড়িতে গিয়ে মদ্যপান করতে হবে. রবিবার সন্ধেয় ক্যাবিনেট বৈঠকে এই ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রদেশ সরকারের মুখপাত্র