মেথি ভেজানো জলের মধ্যে সাপোনিস ও ডায়োজেনিন নামের দু’ধরণের যৌগ রয়েছে। এই যৌগ হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও মেথির মধ্যে রয়েছে প্রচুর ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট যা হজম ক্ষমতা বাড়ায়। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তারা যদি রোজ মেথি ভেজানো জল খান তাহলে উপকার পাবেন। মেথি ওজন কমাতেও সাহায্য করে।