• facebook
  • twitter
Monday, 16 September, 2024

একদিনে জোড়া নজির শেয়ার বাজারে

মুম্বই, ১৫ ডিসেম্বর– একদিনে জোড়া জোড়া রেকর্ড গড়ল সেনসেক্স ও নিফটি৷ ইতিহাসে সবচেয়ে বেশি অঙ্কে পৌঁছে গেল বম্বে স্টক এক্সচেঞ্জের লেনদেন৷ তবে এই রেকর্ডের আভাস পাওয়া গিয়েছিল বৃহস্পতিবার থেকেই৷ সর্বাধিক মূল্যে বাজার বন্ধ হয় বৃহস্পতিবার৷ শুক্রবার বাজার খোলার পরেই লাফাতে শুরু করে ভারতীয় স্টক৷ বড়সড় লাভের মুখ দেখেছে একাধিক ভারতীয় সংস্থা৷ কেবল ভারত নয়, এদিন

মুম্বই, ১৫ ডিসেম্বর– একদিনে জোড়া জোড়া রেকর্ড গড়ল সেনসেক্স ও নিফটি৷ ইতিহাসে সবচেয়ে বেশি অঙ্কে পৌঁছে গেল বম্বে স্টক এক্সচেঞ্জের লেনদেন৷ তবে এই রেকর্ডের আভাস পাওয়া গিয়েছিল বৃহস্পতিবার থেকেই৷ সর্বাধিক মূল্যে বাজার বন্ধ হয় বৃহস্পতিবার৷ শুক্রবার বাজার খোলার পরেই লাফাতে শুরু করে ভারতীয় স্টক৷ বড়সড় লাভের মুখ দেখেছে একাধিক ভারতীয় সংস্থা৷ কেবল ভারত নয়, এদিন শুরু থেকেই বাজারে দাপট দেখিয়েছে এশীয় দেশগুলোও৷ বিশেষজ্ঞদের মতে, সদ্যই তিন রাজ্যের বিধানসভায় বিজেপির জয়ের ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ার বাজারে৷ কারণ গেরুয়া শিবিরের ক্ষমতা দখলের পর বাজারে স্থিতাবস্থা তৈরি হয়েছে৷ ফলে নানা ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণও বাড়ছে৷
শুক্রবার বাজার খুলতেই ৩৩৯.৩৬ পয়েন্ট বেড়ে সেনসেক্সের মূল্য পৌঁছে যায় ৭০৮৫৩.৫৬তে৷ সপ্তাহের শুরু থেকে বাড়তে থাকা নিফটির মূল্যও পৌঁছয় ২১২৯৮.১৫৷ বম্বে স্টক এক্সচেঞ্জের ইতিহাসে এই প্রথমবার এতখানি বাড়ল সেনসেক্স ও নিফটির মূল্য৷ জানা গিয়েছে, ভারতীয় সংস্থার একাধিক ইকুইটি শেয়ারে বিনিয়োগ করছে বিদেশি কোম্পানিগুলো৷ তার জন্যই হু হু করে বেড়েছে ভারতীয় শেয়ারের মূল্য৷
এদিন ভারতের পাশাপাশি উর্ধমুখী ছিল জাপান ও চিনের শেয়ারও৷ তবে গতকালের তুলনায় মার্কিন শেয়ারের দাম বেশ খানিকটা কমেছে৷ কিন্ত্ত শেয়ার বাজারের এই দাপুটে ব্যাটিং খুব বেশিদিন চলবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷ তবে ভারতের বাজার উর্ধ্বমুখীই থাকবে৷