দিল্লি ১৯ আগস্ট– করোনা অতিমহামারীর সময়ে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ওষুধের তালিকায় নাম রয়েছে ডোলো ৬৫০ -র। শোনা যাচ্ছে, ওষুধটির বিক্রি বাড়াতে প্রস্তুতকারক সংস্থা নাকি চিকিৎসকদের ১০০০ কোটি টাকা উপহার দিয়েছিল!
ডোলো ৬৫০ তৈরি করে মাইক্রোল্যাবস লিমিটেড। প্যারাসিটামল গোত্রের এই ওষুধটি করোনাকালে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিল। অতিমহামারীর সময়ে সবচেয়ে বেশি ব্যবসা করেছে এই মাইক্রোল্যাবস লিমিটেড, যার বেশিরভাগই এসেছে ডোলো ৬৫০ থেকে। কিন্তু এই বিপুল বিক্রির কারণ কি শুধুই ওষুধটির কার্যকারিতা, নাকি ঘুষ দিয়ে বাড়ানো হয়েছিল ওষুধের বিক্রি?
এই ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের একটি সংগঠন। মামলায় সংগঠনটি দাবি করেছে, ডোলো ৬৫০-র বিক্রি বাড়াতে চিকিৎসক এবং চিকিৎসার সঙ্গে যুক্ত অন্য পেশার লোকজনকে মোটা টাকার উপঢৌকন দিত মাইক্রোল্যাবস।