‘এত সংকীর্ণ হবেন না’, জানাল বিচারপতির বেঞ্চ
দিল্লি, ২৮ নভেম্বর– পাক শিল্পীদের ওপর নিষেধাজ্ঞার আবেদনে সাড়া তো মিললই না বরং সুপ্রিম কোর্টের কাছে তিরস্কার জুটল অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের৷ ভারতে এসে পাকিস্তানি শিল্পীরা পারফর্ম করতে পারবেন না- এই নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে অ্যাসেসিয়েশন৷ কিন্ত্ত এই পিটিশন নিয়ে রায়দান তো দূর অস্ত, বিচার প্রক্রিয়াই শুরু করতে চায়নি শীর্ষ আদালত৷ দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, এত সংকীর্ণ মানসিকতার পরিচয় দেওয়া ঠিক নয়৷
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট প্রথম নয় যেখানে এই মামলা দায়ের হয়৷ এরপর আগে বম্বে হাই কোর্টেও এই মামলা দায়ের হয়৷ সেখানেও পিটিশন খারিজ হয়েছিল৷ বম্বে হাই কোর্টে ধাক্কা খাওয়ার পরে সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেন সিনেকর্মী ফাজিজ আনওয়ার কুরেশি৷ তাঁর দাবি, পাকিস্তানি ক্রিকেট দলকে ভারতে খেলতে আসার অনুমতি দেওয়া হয়েছে৷ সেই অনুমতিকে কাজে লাগিয়ে পাক শিল্পীদেরও ভারতে আমন্ত্রণ জানানো হতে পারে৷
২০১৬ সালে উরি হামলার পর থেকেই পাক শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি করে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন৷ পাকিস্তানি শিল্পীদের উপর পাকাপাকি নিষেধাজ্ঞা চেয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন সিনেকর্মী ফাজিজ আনওয়ার কুরেশি৷ তাঁর আবেদন, পাকিস্তানি শিল্পীদের ভিসা বন্ধ করুক তথ্য ও সম্প্রচার মন্ত্রক, বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রক৷ কিন্ত্ত সেই আবেদন খারিজ করে দেয় বম্বে হাইকোর্ট৷ দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, ‘সকলের বোঝা উচিত যে দেশপ্রেমী হতে গেলে অন্য দেশের নাগরিকদের প্রতি বিরূপ মনোভাব থাকা দরকার নেই৷ বিশেষত প্রতিবেশী দেশগুলোর প্রতি তো একেবারেই নয়৷’