• facebook
  • twitter
Friday, 22 November, 2024

চাকরি চাইতেই জুটলো জেলাশাসকের হাতে বেধড়ক মার

পাটনা– দিনের পর দিন কেটে গেলেও শিক্ষকপদে নিয়োগ হয়নি। তাই প্রতিবাদে আন্দোলনে নেমেছিলেন চাকরিপ্রার্থীরা। কিন্তু চাকরি চাওয়ার অপরাধে জুটলো বেধড়ক মার। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, জাতীয় পতাকা হাতে নিয়ে মাটিতে পড়ে রয়েছেন একজন চাকরিপ্রার্থী। লাঠি দিয়ে তাঁকে মারধর করছেন এক ব্যক্তি। জানা গিয়েছে, ওই ব্যক্তি একজন সরকারি আধিকারিক। পাটনার

পাটনা– দিনের পর দিন কেটে গেলেও শিক্ষকপদে নিয়োগ হয়নি। তাই প্রতিবাদে আন্দোলনে নেমেছিলেন চাকরিপ্রার্থীরা। কিন্তু চাকরি চাওয়ার অপরাধে জুটলো বেধড়ক মার। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, জাতীয় পতাকা হাতে নিয়ে মাটিতে পড়ে রয়েছেন একজন চাকরিপ্রার্থী। লাঠি দিয়ে তাঁকে মারধর করছেন এক ব্যক্তি। জানা গিয়েছে, ওই ব্যক্তি একজন সরকারি আধিকারিক। পাটনার ঘটনা ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। নীতীশ কুমারের সরকারের তীব্র নিন্দা করেছে বিজেপি।

জানা গিয়েছে, শিক্ষকপদে নিয়োগ করতে অনেক সময় নিচ্ছে সরকার। সেই কারণেই পাটনার ডাক বাংলা চৌরাস্তায় বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেন চাকরিপ্রার্থীরা। সেখানেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী পাঠানো হয়। ঘটনাস্থলে জলকামানও ব্যবহার করা হয়। সেই সময়ের একটি ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। নির্মমভাবে এক প্রতিবাদীকে  মারের দৃশ্য দেখে সরব হয়েছে নেটিজেনরা।