• facebook
  • twitter
Friday, 22 November, 2024

প্রয়াত পরিণীতা-পরিচালক প্রদীপ সরকার 

মুম্বই, ২৪ মার্চ– প্রয়াত জনপ্রিয় পরিচালক প্রদীপ সরকার । আজ, শুক্রবার ভোরে মুম্বইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। পরিণীতা, লাগা চুনরি মে দাগ, মর্দানি– এইসব জনপ্রিয় সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন তিনি। আচমকা তাঁর মৃত্যতে শোকস্তব্ধ বলিউড। দিন কয়েক আগেই বলিউডের অভিনেতা সতীশ কৌশিকের মৃত্যুর খবর মেলে। সেই শোক এখন কাটিয়ে উঠেতে

মুম্বই, ২৪ মার্চ– প্রয়াত জনপ্রিয় পরিচালক প্রদীপ সরকার । আজ, শুক্রবার ভোরে মুম্বইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। পরিণীতা, লাগা চুনরি মে দাগ, মর্দানি– এইসব জনপ্রিয় সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন তিনি। আচমকা তাঁর মৃত্যতে শোকস্তব্ধ বলিউড।

দিন কয়েক আগেই বলিউডের অভিনেতা সতীশ কৌশিকের মৃত্যুর খবর মেলে। সেই শোক এখন কাটিয়ে উঠেতে পারেননি সিনেমাপ্রেমী অসংখ্য মানুষ। এর মাঝেই এল আরও এক দুঃসংবাদ। বলিউড পরিচালক পরিচালক হনসল মেহতা তাঁর টুইটার অ্যাকাউন্টে প্রদীপ সরকারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

জানা গিয়েছে, অনেকদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন বাঙালি পরিচালক। নিয়মিত ডায়ালিসিস চলছিল তাঁর। গতকাল হঠাৎ করেই তাঁর শরীরের পটাশিয়ামের পরিমাণ অনেকটা কমে যায়, দ্রুত অবনতি হতে থাকে শারীরিক পরিস্থিতির। ভোররাতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। শুক্রবার ভোর ৩.৩০টে নাগার মৃত্যু হয় তাঁর। এদিন বিকেল ৪টে নাগাদ সান্তাক্রুজ মহাশ্মশানে পরিচালকের শেষকৃত্য করবে তাঁর পরিবার।

বিজ্ঞাপনের জগতে অ্যাড ফিল্ম পরিচালনা দিয়ে কেরিয়ার শুরু করলেও ২০০৫ সালে তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি, ‘পরিণীতা’ সবার মনে দাগ কাটে।  শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে নির্মিত ছবিতে প্রথম জুটি হিসেবে আত্মপ্রকাশ করেন সইফ-বিদ্যা। অত্যন্ত হিট করে ছবিটি। এর পর ২০০৭ সালে ‘লাগা চুনরি মে দাগ’, ২০১০ সালে ‘লাফাঙ্গে পরিন্দে’, ২০১৪ সালে ‘মর্দানি’ তার পরিচালিত ছবি ।