কলকাতা ,১৭ ফেব্রুয়ারি — ভোটের কয়েকমাস আগে থেকেই অনেকবার ত্রিপুরা গেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।সেখানে গিয়ে ওনার যা অভিজ্ঞতা হয়েছে সেই ভিত্তিতেই শুক্রবার দিলীপ দাবি করলেন, ত্রিপুরায় বিজেপির সঙ্গে কারও মোকাবিলা নেই।
ওনার বক্তব্য, “আমি প্রচারে গিয়ে দেখেছি, মার্কেটে বিজেপি ছাড়া কেউ ছিল না। অনেকের মতে, দিলীপ বোঝাতে চেয়েছেন সিপিএম-কংগ্রেস যতই জোট করুক। যতই জনজাতি ভোটে তিপ্রা মথা থাবা বসানোর চেষ্টা করুক, বিজেপিকে আটকানো যাবে না।
মেদিনীপুরের সাংসদ আরও বলেন, “সিপিএমের আড়াই দশকের শাসনে ত্রিপুরায় হিংসা ছাড়া আর কিছু ছিল না। যেখানে একবার নরেন্দ্র মোদীর শাসন প্রতিষ্ঠা হয়েছে সেখানকার মানুষ আর পিছনে ফিরে তাকাননি।”
বৃহস্পতিবার বিকেল চারটের পর নির্বাচন কমিশন জানিয়েছিল ত্রিপুরায় ভোট পড়েছে ৮১.১০ শতাংশ। কিন্তু সবশেষে পরে যখন সব হিসেব করা হল, তখন দেখা গেল ভোট পড়েছে প্রায় ৮৮ শতাংশ। সব দলই স্বীকার করেছে, সার্বিকভাবে ত্রিপুরায় মানুষ তাঁর নিজের ভোট নিজে দিয়েছেন।আসল হিসেবে জানা যাবে ২ মার্চ।