গোটা ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।তিনি আরো বলেন ‘পুলিশ কি উত্তরপ্রদেশের মতো বা গুজরাতের মতো এনকাউন্টার করবে? গুলি চালাবে? আমরা তো দেখেছি বিজেপির মিছিলে যখন পুলিশের উপর আক্রমণ করেছে, তখনও পুলিশ সহনশীলতা দেখিয়েছে।
হুগলি,৩ এপ্রিল — হাওড়ার শিবপুরের পর অশান্তির আগুন এবার রিষড়ায়।চলে ভাঙচুর , ইটবৃষ্টি ,পুলিশের সাথে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি।রিষড়ায় এই পরিস্তিতির জন্য দিলীপ ঘোষকে দায়ী করছেন কল্যাণ বন্দোপাধ্যায়। ‘বাইরে থেকে প্রচুর লোক এনেছিলেন দিলীপ ঘোষ’, আক্রমণে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। ‘কী করে বুঝলেন বহিরাগত? হাওড়ার ঘটনার পরও কেন সরকার ব্যবস্থা নিচ্ছে না?’ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা দিলীপ ঘোষের। গোটা
গোটা ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।তিনি আরো বলেন ‘পুলিশ কি উত্তরপ্রদেশের মতো বা গুজরাতের মতো এনকাউন্টার করবে? গুলি চালাবে? আমরা তো দেখেছি বিজেপির মিছিলে যখন পুলিশের উপর আক্রমণ করেছে, তখনও পুলিশ সহনশীলতা দেখিয়েছে।
© 2024 - All rights reserved.