সংসদবিরুদ্ধ আচরণের অভিযোগে সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে সাসপেন্ড করলেন ধনখড়

দিল্লি, ১৪ ডিসেম্বর – লোকসভায় বুধবারের ঘটনার জেরে আবার সাসপেন্ড করা হল রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ও’ব্রায়েনকে৷ সংসদবিরুদ্ধ আচরণ করার অভিযোগে রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে বৃহস্পতিবার সাসপেন্ড করে দিলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়৷ গোটা শীতকালীন অধিবেশনের জন্যই সাসপেন্ড করা হয় তাঁকে৷ এদিকে সংসদ চত্বরের নিরাপত্তা নিয়ে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান বিরোধী সাংসদেরা৷ অশান্তির জেরে মুলতুবি হয়ে যায় লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন৷
তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে সাসপেন্ড করার প্রস্তাব বৃহস্পতিবার রাজ্যসভায় গৃহীত হল৷ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়-এর মতে, ডেরেক ও’ব্রায়েন অধিবেশন কক্ষের ভেতরে ঢুকে স্লোগান দেন৷ বিরোধীরা বৃহস্পতিবার যখন বুধবারের নিরাপত্তার বিষয়টি তোলেন , তখন অধিবেশনে কাজ ব্যাহত করার অভিযোগ আনা হয় ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধে৷

নতুন সংসদ ভবনের উদ্বোধনের সাত মাসের মাথাতেই যাবতীয় সুরক্ষা ব বস্থাকে তুচ্ছ করে কী ভাবে চার বিক্ষোভকারী গ্যাস-ক্যানিস্টার নিয়ে ভবনের সংরক্ষিত এলাকায় পৌঁছতে পারলেন, কীভাবেই বা তাঁদের মধ্যে দু’জন লোকসভার অধিবেশনে ঢুকে দর্শকের আসন থেকে ফ্লোরে ঝাঁপ মারার সুযোগ পেলেন, তা নিয়ে লোকসভা এবং রাজ্যসভায় সোচ্চার হন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাংসদেরা৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করে ওয়েলে নেমে স্লোগান তোলেন তাঁরা৷ রাজসভায় তীব বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা, যার নেতৃত্ব দেন ডেরেক৷

বিরোধীদের স্লোগানের জবাবে পাল্টা আওয়াজ ওঠে ট্রেজারি বেঞ্চ থেকেও৷ তুমুল অশান্তির জেরে মুলতুবি হয় দু’কক্ষের অধিবেশন৷ রাজ্যসভায় ধনখডে়র সঙ্গে বাক্যবিনিময় হয় ডেরেকের৷ ধনখড় ওয়েলে নেমে স্লোগান না তুলে সাংসদদের নিদের নিজের আসনে ফেরার নির্দেশ দেন৷ যদিও সে কথা না শুনে ডেরেকের নেতৃত্বে বিরোধীরা বিক্ষোভ চালিয়ে যান৷ ডেরেকের বিরুদ্ধে অভিযোগ, চেয়ারম্যানের সিদ্ধান্তের বিরুদ্ধে অন্য বিরোধী সদস্যদের সঙ্গে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন তিনি৷ এই সময় হঠাৎ তিনি চেয়ারম্যানের আসনের দিকে ছুটে যান এবং ধনখডে়র সঙ্গে তর্ক জুডে় দেন৷ তারপর চেয়ারম্যানের টেবিলে থাকা সভার কার্যবিবরণী সংক্রান্ত কাগজপত্র কেডে় নিয়ে শূন্যে ছুঁডে় দেন বলে অভিযোগ৷
ডেরেকের এই কাজে সভায় মর্যাদা ক্ষুন্ন হয়েছে বলে মনে করছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়৷ অসংসদীয় আচরণের জন্য তৃণমূল সাংসদকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন তিনি৷ রাজ্যসভা চেয়ারম্যান বলেন, ‘‘আপনি আমার চেয়ারকে অবমাননা করছেন৷ এমন আচরণে আমি স্তম্ভিত৷’’


প্রসঙ্গত,  উল্লেখ্য, চলতি বছরের বাদল অধিবেশনেও সাসপেন্ড হয়েছিলেন তৃণমূল সাংসদ৷ তবে পরে আবার তাঁকে অধিবেশনে ফিরিয়ে আনেন উপরাষ্ট্রপতি৷ গত অগস্টে রাজ্যসভার বাদল অধিবেশনের সময় ‘চেয়ারম্যানকে অসম্মান এবং বিশৃঙ্খলা সৃষ্টি’র অভিযোগে ডেরেককে সাসপেন্ড করেছিলেন ধনখড়৷