তিনি আরো বলেন, ‘রেইনব্যান্ড অথবা ইন্টার-ট্রপিক্যাল কনভারজেন্স জোন (আইসিটিজেড) শীতকালে নিরক্ষরেখার দক্ষিণ থেকে ভারত মহাসাগরের মাঝামাঝি জায়গা থেকে গ্রীষ্মকালে ভারতীয় উপমহাদেশের প্রায় ২৫ ডিগ্রি উত্তরে মৌসুমি স্থানান্তর হওয়ার কারণেই এমনটি হয়ে থাকে।’
জলবায়ু পরিবর্তনের প্রভাবে নিরক্ষীয় ভারত মহাসাগরে উষ্ণ পানির সম্প্রসারণের ফলে পশ্চিম দিকে স্থানান্তরিত হচ্ছে আইসিটিজেড। ফলে গ্রীষ্মকালে পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে।
গবেষকরা বলছেন, ঘটনার এই অপ্রত্যাশিত মোড়ে যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে উদ্বেগ। থর মরুভূমি সম্ভাব্য সবুজ ভূমিতে পরিণত হলে সেখানকার বাস্তুতন্ত্রের ভারসাম্য এবং পরিবেশ ও স্থানীয়দের ওপর এর বিস্তৃত প্রভাব পর্যালোচনা করা এই গবেষণার বিষয়বস্তু হিসেবে রয়ে গেছে।