• facebook
  • twitter
Friday, 22 November, 2024

দ্রুত গতিতে বাড়ছে ডেঙ্গু, বাড়ছে মৃত্যু সংখ্যাও 

কলকাতা, ২৬ সেপ্টেম্বর – ডেঙ্গুতে ফের মৃত্যুর ঘটনা ঘটল কলকাতায়। ডেঙ্গুতে এবার প্রাণ হারালেন এক গৃহবধূ। গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। মঙ্গলবার তাঁর প্লেটলেট অনেকটা কমে যায়। এদিনের মৃত্যু  নিয়ে বরো ১০-এলাকায় গত তিনদিনে ৩ জনের মৃত্যু হল। কলকাতায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে ডেঙ্গু। লাফিয়ে বাড়ছে সংক্রমণ, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। মঙ্গলবার ভোরবেলায় এম আর বাঙুর

কলকাতা, ২৬ সেপ্টেম্বর – ডেঙ্গুতে ফের মৃত্যুর ঘটনা ঘটল কলকাতায়। ডেঙ্গুতে এবার প্রাণ হারালেন এক গৃহবধূ। গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। মঙ্গলবার তাঁর প্লেটলেট অনেকটা কমে যায়। এদিনের মৃত্যু  নিয়ে বরো ১০-এলাকায় গত তিনদিনে ৩ জনের মৃত্যু হল।

কলকাতায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে ডেঙ্গু। লাফিয়ে বাড়ছে সংক্রমণ, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। মঙ্গলবার ভোরবেলায় এম আর বাঙুর হাসপাতালে মৃত্যু হল প্রিয়া রায় নামে এক গৃহবধূর। তাঁর বয়স ২৮ বছর, বাড়ি টালিগঞ্জ বিধানসভার ৯৮ নম্বর ওয়ার্ডে। এক বছর আগে তাঁর বিয়ে হয়। প্রিয়া রায়ের স্বামী রাহুল রায় তৃণমূলের সক্রিয় কর্মী। ৯৮ ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী জানান, বহু চেষ্টা করেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। সোমবার প্রিয়াদেবীর প্লেটলেট ছিল ১ লক্ষ ২৫ হাজার। হঠাৎ প্লেটলেট কমে যাওয়ায় তাঁর মৃত্যু হয়। 
 
রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোরও। এদিন স্বাস্থ্যভবন অভিযানে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুপুরে ধর্মতলায় জমায়েত করে যুব কংগ্রেসের সদস্যরা। কলকাতা পুরসভা অভিযান চালায় তারা।