কলকাতা পুলিশের এএসআই এর  প্রাণ কেড়ে নিল ডেঙ্গি 

Dengue

কলকাতা,২৯ অক্টোবর — বিগত দুবছর কোভিড যেমন থাবা বসিয়েছিলো ,চলতি বছরে ডেঙ্গি পরিস্থিতিও সেইদিকেই যাচ্ছে।পরিস্তিতি দিনের পর দিন খুব ভয়ানক রূপ নিচ্ছে।ইতিমধ্যেই বাংলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ছুঁইছুঁই। যা উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্য ভবনের।রোজই হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।এবার ডেঙ্গিতে মৃত্যু হল এক পুলিশ কর্মীর।

জানা গেছে, মৃত পুলিশকর্মীর নাম উৎপল নস্কর।সূত্রের খবর  উৎপলবাবু কলকাতা পুলিশের এএসআই পদে চাকরি করতেন। গত বৃহস্পতিবার জ্বর নিয়ে কলকাতার সিএমআরআই-তে ভর্তি হন তিনি। রক্ত পরীক্ষায় ডেঙ্গির জীবাণু মেলে।এবং এই পুলিশকর্মীর শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হতে থাকে। তাঁকে আইসিইউতে রাখা হয়।কিন্তু চিকিৎসকদের হাজার চেষ্টা ব্যর্থ করে শনিবার ভোর ৫টায় মৃত্যু হয় তাঁর।