কলকাতা ,৬ সেপ্টেম্বর —প্রতি বছরেই বর্ষায় রাজ্যে ডেঙ্গির উৎপাত দেখা যায়। ক্রমশ বেড়েই চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।শহরের বিভিন্ন হাসপাতালে কোভিডে আক্রান্ত হয়ে যতজন ভর্তি হচ্ছেন, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন তার চেয়ে বেশি মানুষ। সোমবারই হরিদেবপুরে মারা গিয়েছেন ডেঙ্গি আক্রান্ত এক মহিলা।তিনি কলকাতা পুরসভার ১১৫ নম্বর ওয়ার্ডের হরিদেবপুরে ব্যানার্জিপাড়া এলাকায় থাকতেন।রবিবার রাত পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়ে শহরের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫১ জন। বেসরকারি হাসপাতালগুলিতেও ডেঙ্গি রোগী ভর্তি হওয়ার সংখ্যা বাড়ছে।মুখ্যমন্ত্রীও নির্দেশ দিয়েছিলেন, মশাবাহিত রোগের ছড়িয়ে পড়া আটকাতে হবে। কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি।