মা দুর্গার হাতে দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ রাজনৈতিক মহলে
SNS
হুগলী,১ অক্টোবর — দেবী দুর্গাও কি তবে বাদ গেলেন না তৃণমূলের রাজনীতি থেকে।তৃণমূল নোংরা রাজনীতি করছে , দেব দেবীদের ও কাজে লাগানো শুরু করেছে।এমনটাই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরোধী দলগুলির পক্ষ থেকে। সম্প্রতি জানা গেছে পঞ্চমীর সকালে কুমোরপাড়া থেকে মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়ার সময় দুর্গার হাতে তৃণমূলের দলীয় পতাকা গুঁজে দেয় গুড়াপ তৃণমূল পঞ্চায়েতের সদস্য লক্ষ্মণ মণ্ডল। যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি শিবির।
ওই গ্রামের পঞ্চায়েত সদস্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী দলকে অনুদান দিয়েছেন। তাই দলের পতাকা লাগিয়েছি।এই বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার বলেন, ‘এই ঘটনাকে ধিক্কার জানাই। মুখ্যমন্ত্রী টাকা দিয়েছেন সরকারি তহবিল থেকে দেওয়া। এটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। তাই বলে মায়ের হাতে দলীয় পতাকা লাগিয়ে দেবে! গোটা রাজ্যজুড়ে তৃণমূল নোংরা রাজনীতি শুরু করেছে। এরাই বাংলার সংস্কৃতিকে ধ্বংস করছে।’