• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মেক্সিকো থেকে গ্রেফতার দিল্লির ‘মোস্ট ওয়ান্টেড’ 

দিল্লি, ৪ এপ্রিল– এই প্রথমবার দেশের বাইরে কোনও অপরাধীকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ২০২২ সালের অগস্ট মাসে দিল্লির ব্যস্ত রাস্তায় প্রকাশ্যে এক গ্যাংস্টারের গুলিতে খুন হয়েছিলেন রিয়েল এস্টেট ব্যবসায়ী অমিত গুপ্তা। তারপরেই জাল পাসপোর্ট নিয়ে দেশ ছেড়েছিল আততায়ী। দিল্লি পুলিশের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’ হিসেবে বিখ্যাত গ্যাংস্টার দীপক বক্সারের ঘটনার ৭ মাস পর মেক্সিকো থেকে ধরা পড়লাম দিল্লি

দিল্লি, ৪ এপ্রিল– এই প্রথমবার দেশের বাইরে কোনও অপরাধীকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ২০২২ সালের অগস্ট মাসে দিল্লির ব্যস্ত রাস্তায় প্রকাশ্যে এক গ্যাংস্টারের গুলিতে খুন হয়েছিলেন রিয়েল এস্টেট ব্যবসায়ী অমিত গুপ্তা। তারপরেই জাল পাসপোর্ট নিয়ে দেশ ছেড়েছিল আততায়ী। দিল্লি পুলিশের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’ হিসেবে বিখ্যাত গ্যাংস্টার দীপক বক্সারের ঘটনার ৭ মাস পর মেক্সিকো থেকে ধরা পড়লাম দিল্লি পুলিশের হাতে ।

 দীপককে হাতকড়া পরাতে মেক্সিকোতে রওনা হয়েছিল দিল্লি পুলিশের একটি বিশেষ দল। তাঁদের সাহায্য করে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। 

দীপক নিজে গোগি গ্যাং নামে একটি দুষ্কৃতী দলের সদস্য। ২০২১ সালে দলটির মাথা জিতেন্দ্র গোগিকে গুলি করে খুন করেছিল তিল্লু তাজপুরিয়া গ্যাংয়ের সদস্যরা। জিতেন্দ্রর মৃত্যুর পর গোগি গ্যাংয়ের মাথা হয়ে উঠেছিল দীপক বক্সার। তারপর থেকেই প্রতিশোধ স্পৃহায় ফুঁসছিল সে।

অমিতকে মারার পর কলকাতায় চলে এসেছিল দীপক। জানুয়ারির ২৯ তারিখ জাল পাসপোর্টের সাহায্যে বিমানে করে মেক্সিকোয় পালায় সে। তার সন্ধান দিলে ৩ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছিল দিল্লি পুলিশ।