দিল্লি, ১ ডিসেম্বর– শশী তারুর-সুনন্দা পুষ্কর মামলা প্রসঙ্গ এখনো মানুষজনের গোচরে। কংগ্রেস সাংসদ শশী তারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের অস্বাভাবিক মৃত্যুর মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হল রাজধানীর পুলিশ। গত বছর ওই মামলায় শশীকে নির্দোষ ঘোষণা করে নিম্ন আদালত। দিল্লি পুলিশ শশীর সাজা চায় ওই মামলায়।
দিল্লি পুলিশের এই আবেদনে আদালত শুনানির জন্য মামলাটি তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে।
বছর আট আগে দিল্লির একটি অভিজাত হোটেলে সুনন্দাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। তারুরের সঙ্গে দাম্পত্য কলহের কারণে সুনন্দা আত্মহত্যার পথ বেছে নেন বলে অভিযোগ ওঠে। ওই সময় তারুরের সরকারি বাংলোর সংস্কারের কাজ চলছিল। সে জন্য শশী ও সুনন্দা হোটেলে থাকছিলেন।
তারুরের বিরুদ্ধে নিষ্ঠুরতা এবং আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগ আনা হয়। কিন্তু প্রমাণের অভাবে নিম্ন আদালত তারুরকে নির্দোষ ঘোষণা করে। ওই মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় শশী-সুনন্দার একমাত্র ছেলে। শশীর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা বলে আদালতে বয়ান দেয় সে।