হাসিনার ভারত সফরে মমতাকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা দিল্লির 

hasina & mamata

দিল্লি, ২৫ আগস্ট– আগামী সেপ্টেম্বরে ভারতে আসার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শেখ হাসিনার এই দিল্লি সফরে সময় পশ্চিমবঙ্গের মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়কেও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের। মমতা বান্ধোপাধ্যায়কে ডাকার কারণ এই সময় তিস্তা চুক্তি, সীমান্ত সমস‌্যা ও দ্বিপাক্ষিক বাণিজ‌্য নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। এই সবক’টি বিষয়ের সঙ্গেই জুড়ে রয়েছে পশ্চিমবঙ্গ। তাছাড়া কয়েকদিন আগে খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী চিঠি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন, সেপ্টেম্বরে ভারত সফরের সময় তিনি মমতার সঙ্গে দেখা করতে আগ্রহী। এই বিষয়গুলি মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের তরফে মুখ‌্যমন্ত্রীকে হাসিনার সফরের সময় দিল্লিতে আমন্ত্রণ করার কথা ভাবা হয়েছে।
তবে সূত্রের খবর, এখনও রাজ‌্য সরকারের কাছে এই ধরনের কোনও আমন্ত্রণ এসে পৌঁছয়নি। কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণ পেলে বাংলার মুখ‌্যমন্ত্রীও দিল্লি সফরের কথা বিবেচনা করবেন। আমন্ত্রণ জানানো হতে পারে অসম ও ত্রিপুরার মুখ‌্যমন্ত্রীদেরও।