মুম্বাই ,৩ মার্চ — পাঠান’ ছবির সাফল্যের রেশ থাকতেই আবার রোশনাইয়ের আলোয় দীপিকা পাড়ুকোন। এবার অস্কারের মঞ্চে ডাক পেলেন দীপিকা। বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে ২০২৩ সালের অস্কার বিতরণকারীদের নাম। সেই তালিকায় একমাত্র ভারতীয় হিসাবে নাম রয়েছে দীপিকা পাড়ুকোনের। প্রথম ভারতীয় হিসাবে কয়েক মাস আগেই ফিফা বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করেছিলেন তিনি। এ বার ফের অস্কারের মঞ্চ।
৯৫তম অ্যাকাডেমি পুরস্কার ঘোষিত হতে চলেছে আগামী ১২ মার্চ। মনোনীত ছবি ও সেইসব ছবির কলাকুশলীদের পুরস্কৃত করতে অস্কারের মঞ্চে দেশ-বিদেশের নক্ষত্রের সমাবেশ হবে। এমিলি ব্লান্ট, স্যামুয়েল এল জ্যাকসন, ডয়েন জনসন, মাইকেল জর্ডন প্রমুখের সঙ্গে নাম রয়েছে বলিউড নক্ষত্র দীপিকারও।তিনি সমাজমাধ্যমে খবর শেয়ার করতেই শুভেচ্ছাবার্তার ঢল নামে। সমাজমাধ্যমেই উচ্ছ্বাস প্রকাশ করেন দীপিকার স্বামী রণবীর সিংহ। ভারতে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ১৩ মার্চ, বিকেল সাড়ে ৫টায়।
এই বছর অস্কার দৌড়ে এগিয়ে আছে ভারতের তিনটি ছবি। এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি সেরা মৌলিক গানের বিভাগে মনোনয়ন পেয়েছে। এ ছাড়াও ২ টি ভারতীয় তথ্যচিত্রও মনোনয়নের তালিকায় রয়েছে। বাঙালি ছাত্র শৌনক সেন পরিচালিত ‘অল দ্যাট ব্রিদস’ এবং অন্যটি হল কার্তিকি গোন্সালভেস পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। দেশবাসীর আগ্রহও অনেকটাই এবার বেশি। তা সঙ্গে বাড়তি পাওনা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ দীপিকা।
২০২২ সালে কান চলচ্চিত্রে উৎসবে জুড়ি মেম্বার হিসাবে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। আবার ডিসেম্বরে ফিফা বিশ্বকাপ ফাইনালে সোনার ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করে ভারতকে তুলে ধরেছেন অনন্য উচ্চতায়। এবার ২০২৩ সালের অস্কারের মঞ্চে উপস্থাপকদের তালিকায় বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিদের সঙ্গে থাকছেন তিনিও। ভারতীয় হিসাবে দীপিকা শুধু নন, এর আগে ২০২২ সালে প্রিয়ঙ্কা চোপড়া যান অস্কার বিতরণ অনুষ্ঠানে।