লখনউ, ১৭ এপ্রিল– নিজের মৃত্যু সম্পর্কে আগে থেকেই নিশ্চিত ছিলেন উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক আহমেদের ভাই আশরফ। ২০২২ সালের মার্চ মাসে বন্দি অবস্থাতেই সংবাদমাধ্যমের কাছে তিনি বিস্ফোরক দাবি করেছিলেন। যদিও সেই সময় আশরফের সেই ‘ভবিষ্যদ্বাণী’ মেলেনি। সেটি মিলল আরও বছর খানেক পর।
সেই সময় বন্দি আশরফ সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে জানিয়েছিলেন, আর দু’সপ্তাহের মধ্যেই তাঁকে মেরে ফেলা হবে। কোনও এক পুলিশ অফিসার তাঁকে সেই হুমকি দিয়ে রেখেছিলেন বলে জানান আশরফ। তিনি এ-ও দাবি করেন, তাঁর মৃত্যুর পর বন্ধ খামে চিঠি যাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যের প্রধান বিচারপতির কাছে।
বছর খানেক আগে আশরফের সেই দাবি নতুন করে প্রকাশ্যে এসেছে তাঁর হত্যার পর। শনিবার রাতে তাঁকে এবং তাঁর ভাই আতিক আহমেদকে যখন হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দু’জনকে খুন করা হয়। পুলিশের চোখের সামনেই চলে হত্যাকাণ্ড।