গুজরাতে ক্যাবল ব্রিজ ভাঙার ঘটনায় নিহত বেড়ে ১৪১

গান্ধীনগর,৩১ অক্টোবর — গুজরাতে নববর্ষ উপলক্ষে প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষের জন্য কিছুদিন আগেই খুলে দেওয়া হয়েছিল ব্রিজটি।তার কিছুদিন পরই ঘটে ভয়াবহ দুর্ঘটনাটি।মরবিতে মাচ্ছু নদীর উপর ভেঙে পড়ে ব্রিজটি।দুর্ঘটনার সময় ব্রিজটিতে প্রায় ৫০০ জন মানুষ উপস্থিত ছিলেন। নিমিষের মধ্যে বহু মানুষ জলের তলায় তলিয়ে যায়।ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪১। এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে  ১৭৭ জনকে। নিখোঁজ বহু মানুষ। তাঁদের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা।

 রবিবার সন্ধ্যা ৬.৪০ মিনিট নাগাদ ছট পুজোর প্রার্থনা চলাকালীন আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ঝুলন্ত ব্রিজটি।এদিন ছট পুজো উপলক্ষে ব্রিজটির উপর প্রায় ৫০০ লোকের জমায়েত হয়েছিল। অত্যধিক ভিড়ের চাপ সহ্য করতে না পেরেই ভেঙে পড়ে সেতুটি, প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে জলে পড়ে যান উপরে থাকা সমস্ত মানুষ। অনেকে সাঁতরে ডাঙায় ওঠার চেষ্টা করেন। অনেককে বাঁচার চেষ্টায় ভাঙা ব্রিজের রেলিং ধরে ঝুলতে দেখা যায়।