নাগপুর, ১৪ জানুয়ারি — ১০ মিনিটের ব্যবধানে দু-দু বার প্রাণনাশের হুমকি পেলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। তাঁকে দাউদের নাম করে ফোনে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে খবর। সঙ্গে দেওয়া হয়েছে দফতর উড়িয়ে দেওয়ার হুমকি।
জানা গিয়েছে, শনিবার সকালে গড়করির নাগপুরের অফিসে দশ মিনিটের ব্যবধানে দু’বার কল আসে ল্যান্ড ফোনে। পুলিশ জানিয়েছে, মন্ত্রীকে খুনের হুমকি দেওয়ার পাশাপাশি তাঁর দফতর বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। ফোনে বলা হয়, ‘আমি দাউদের কাছ থেকে বলছি, যে কোনও মুহূর্তে খুন করা হবে মন্ত্রী নিতিন গড়কড়িকে সঙ্গে উড়িয়ে দেওয়া হবে তাঁর অফিসে।’
গড়করি নাগপুরের সাংসদ। প্রতি শনি, রবিবার তিনি নিজের সংসদীয় এলাকায় থাকার চেষ্টা করেন।
নাগপুর পুলিশ অজ্ঞাত পরিচিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা দায়ের করে হুমকি ফোনের তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, মন্ত্রীর দফতর থেকে তাদের জানানো হয়, প্রথম ফোনটি আসে সকাল সাড়ে ১১’টা নাগাদ। ১১’টা ৪০ মিনিটে আসে দ্বিতীয় ফোন। অভিযোগ পাওয়া মাত্র মন্ত্রীর অফিস, বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে। এখনও পর্যন্ত অপরাধী চিহ্নিত করা সম্ভব হয়নি।