ভুবনেশ্বর, ২৩ নভেম্বর – স্কুল চলাকালীন খেলা করার অপরাধে কান ধরে উঠবস করার শাস্তি দিয়েছিল স্কুলেরই এক শিক্ষক। উঠবসের সময় লুটিয়ে পড়ে ওই পড়ুয়া। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাটি ঘটে ওড়িশার জাজপুর জেলার একটি সরকারি স্কুলে।জানা গেছে, মৃত ওই পড়ুয়ার নাম রুদ্র নারায়ণ শেঠি।
জাজপুর জেলার ওরলির সূর্যনারায়ণ নোডাল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ১০ বছরের রুদ্র নারায়ণ শেঠি । মঙ্গলবার দুপুর ৩ টে নাগাদ রুদ্র চার সহপাঠীর সঙ্গে স্কুলের মাঠে খেলছিল। ক্লাস শুরু হওয়ার পরেও খেলা করছিল সে। চোখে পড়ে স্কুলেরই এক শিক্ষকের। শিক্ষক রুদ্র ও তার চার সহপাঠীকে বকাঝকা করেন। সেই সঙ্গে শাস্তি হিসেবে কান ধরে উঠবস করার নির্দেশ দেন । শিক্ষকের নির্দেশমতো কান ধরে উঠবস করার সময় হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে রুদ্র নামে ওই পড়ুয়া। চোখে জলের ছিটে দেওয়ার পরও জ্ঞান না ফেরায় তাকে নিকটবর্তী একটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় বাড়িতেও।