• facebook
  • twitter
Monday, 28 April, 2025

আফগানিস্তানের প্রভাবশালী তালিবান নেতা ও মৌলবী আনসারির মৃত্যু

আফগানিস্তান,৩রা সেপ্টেম্বর — আফগানিস্তানের মসজিদে নামাজ পড়তে এসে প্রাণ গেল বহু মানুষের।হেরাট প্রদেশের গাজারগাহ মসজিদে  ঘটল ভয়াবহ বিস্ফোরণ ।মসজিদ চত্বরে পরে আছে সারি সারি মৃতদেহ ।  সূত্রের খবর, এই বিস্ফোরণে প্রাণ গেছে প্রভাবশালী তালিবান নেতা মৌলবি মুজিব উর রহমান আনসারির। হেরাট প্রদেশের গভর্নরের মুখপাত্র হামিদুল্লা মোতাওয়াকিল জানিয়েছেন, বিস্ফোরণে এখনও অবধি ১৮ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত ২৫। তবে মৃতের সংখ্যা

আফগানিস্তান,৩রা সেপ্টেম্বর — আফগানিস্তানের মসজিদে নামাজ পড়তে এসে প্রাণ গেল বহু মানুষের।হেরাট প্রদেশের গাজারগাহ মসজিদে  ঘটল ভয়াবহ বিস্ফোরণ ।মসজিদ চত্বরে পরে আছে সারি সারি মৃতদেহ ।  সূত্রের খবর, এই বিস্ফোরণে প্রাণ গেছে প্রভাবশালী তালিবান নেতা মৌলবি মুজিব উর রহমান আনসারির।

হেরাট প্রদেশের গভর্নরের মুখপাত্র হামিদুল্লা মোতাওয়াকিল জানিয়েছেন, বিস্ফোরণে এখনও অবধি ১৮ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত ২৫। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তালিবানের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ জানান দেশের প্রভাবশালী ও জনপ্রিয় ধর্মগুরু আততায়ীদের হিংসার শিকার হয়েছেন।