জলপাইগুড়ি, ৬ অক্টোবর– হাজার-হাজার মানুষ জমা হয়েছিল প্রতিমা বিসর্জনের জন্য। প্রায় মাঝ নদীতে তখন অসংখ্য মানুষ প্রতিমা বিসর্জনে ব্যস্ত। ঠিক সেই সময় নদীতে নেমে এলো হড়পা বান। আর তাতেই তলিয়ে গেল অসংখ্য মানুষ। ডুয়ার্সের মাল নদীতে প্রতিমা বিসর্জনের সময় ভয়াবহ দুর্ঘটনা। হড়পা বানে ভেসে গেলেন অসংখ্য মানুষ। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে আটজনে গিয়ে ঠেকেছে। নদীর মাঝে চরের মতো একটি জায়গায় আটকে আছেন কমপক্ষে ৪০ জন। ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ ও দমকলকর্মীরা।
নদীর পাড়ে থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় দুর্গাপ্রতিমা বিসর্জন চলছিল মাল নদীতে। সেইসময়েই আচমকা বিপর্যয়টি ঘটে। কেউ কিছু বুঝে ওঠার আগেই নদীর জলে ভেসে যান বহু মানুষ। মাঝ নদীতে গিয়ে আটকে পড়ে গাড়িও। সূত্রের খবর, এঁদের মধ্যে অনেক পুজো উদ্যোক্তারাও রয়েছেন। সেইসময় তাঁদের মণ্ডপের প্রতিমা বিসর্জন হচ্ছিল।