মৃত ছাত্র র‍্যাগিংয়ের শিকার , যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট 

কলকাতা, ২৫ অগাস্ট – গত ৯ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনা ঘটে। সেই মর্মান্তিক মৃত্যুর ঘটনার পিছনে র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। সব দিক খতিয়ে দেখতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনার দু’সপ্তাহ পর ওই কমিটি, বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্যের কাছে একটি অন্তর্বর্তীকালীন রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টে র‍্যাগিংয়ের কথা স্বীকার করা হয়েছে। 

৯ অগস্ট রাতে ঠিক কী ঘটেছিল, সেই প্রশ্নের উত্তর  খুঁজছে পুলিশ। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটিও বিষয়টি খতিয়ে দেখছিল। সূত্রের খবর, ১৪০ জনের বয়ান রেকর্ড করেছে তারা। সেখানে উঠে এসেছে র‍্যাগিংয়ের প্রসঙ্গ। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ওই দিন রাতে মেন হস্টেলে র‍্যাগিং হয়েছিল। মৃত পড়ুয়াকেও র‍্যাগিংয়ের শিকার হতে হয়।