• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলছেন না ডেভিড ওয়ার্নার!

ভারত:- অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ জেতার পরেই ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলতে নেমে পড়তে হচ্ছে অস্ট্রেলিয়াকে।আগে থেকেই ঠিক ছিল বেশ কয়েকজন সিনিয়র খেলবেন না পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ। সেই তালিকা দীর্ঘায়িত হলো। সূত্রের খবর, জানা গিয়েছে, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউডদের সঙ্গেই দেশে ফিরে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার।

ভারত:- অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ জেতার পরেই ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলতে নেমে পড়তে হচ্ছে অস্ট্রেলিয়াকে।আগে থেকেই ঠিক ছিল বেশ কয়েকজন সিনিয়র খেলবেন না পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ। সেই তালিকা দীর্ঘায়িত হলো। সূত্রের খবর, জানা গিয়েছে, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউডদের সঙ্গেই দেশে ফিরে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। এই সিরিজে তাঁর খেলার কথা ছিল। কিন্তু ডিসেম্বরের ১৪ তারিখ থেকে দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে অজিদের। সেই সিরিজে যাতে তরতাজা হয়ে তারকারা মাঠে নামতে পারেন সে কারণেই শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন ধরেই ডেভিড ওয়ার্নারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেই তিনি টেস্ট থেকে অবসর নেবেন। তবে টি ২০ বিশ্বকাপ খেলবেন। তারপর সিদ্ধান্ত নেবেন ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কিনা। তবে জানা গিয়েছে, ২০১৫ থেকে সদ্যসমাপ্ত বিশ্বকাপে ওয়ার্নার ২৯ ম্যাচে ৬টি শতরান ও পাঁচটি অর্ধশতরান-সহ ১৫২৭ রান করেছেন। গড় ৫৬-র বেশি, স্ট্রাইক রেট ১০১.৪৬। বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তিনি আছেন ছয়ে। এই বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় ষষ্ঠ স্থানেই রয়েছেন ওয়ার্নার। দুটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। সূত্রের খবর, স্পেনসার জনসন হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে খেলতে পারবেন না ভারতের বিরুদ্ধে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন কেন রিচার্ডসন। ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ খেলার পর টি ২০ বিশ্বকাপের আগে ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি করে ম্যাচের টি ২০ সিরিজ খেলবে অজিরা। জানা গিয়েছে, ভারতের বিরুদ্ধে সিরিজে নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড। অজিদের হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড দেশে ফিরছেন। ফলে কোচের দায়িত্ব সামলাবেন আন্দ্রে বরোভেচ।