• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

মাত্র ১৬ বছর বয়সে রস্যমৃত্যু বিজয়ের মেয়ের 

চেন্নাই, ১৯ সেপ্টেম্বর– মেয়ের রহস্যমৃত্যুতে ভেঙে পড়লেন দক্ষিণী ছবির জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও অভিনেতা বিজয় অ্য়ান্টনি। খবর অনুসারে, মঙ্গলবার রাত ৩ টে নাগাদ বিজয়ের বাড়ি থেকেই উদ্ধার হয় ১৬ বছরের মেয়ে মীরার দেহ। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। কীভাবে মৃত্য হল মীরার তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, প্রানোচ্ছল

চেন্নাই, ১৯ সেপ্টেম্বর– মেয়ের রহস্যমৃত্যুতে ভেঙে পড়লেন দক্ষিণী ছবির জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও অভিনেতা বিজয় অ্য়ান্টনি। খবর অনুসারে, মঙ্গলবার রাত ৩ টে নাগাদ বিজয়ের বাড়ি থেকেই উদ্ধার হয় ১৬ বছরের মেয়ে মীরার দেহ। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। কীভাবে মৃত্য হল মীরার তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে, প্রানোচ্ছল মীরা ছোট থেকে পড়াশুনোয় ভালো ছিল। এমনকী, গান-বাজনাতেও মন ছিল তার। দিন কয়েক আগেই স্কুলে একটি পুরস্কার যেতেন মীরা। সেই সময় বিজয়ের স্ত্রী ফাতিমা মেয়ে মীরাকে নিয়ে একটি পোস্ট দেন। সেই পোস্টে মীরাকেই তাঁর শক্তির উৎস বলেন। তাঁর জন্য কতটা গর্বিতা সে কথাও লেখেন।

তবে সূত্র বলছে, দীর্ঘদিন ধরেই মানসিক অশান্তিতে ভুগছিল মীরা। পুলিশের প্রাথমিক অনুমান মীরা আত্মহত্যাই করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের উপরই সব নির্ভর করছে।