• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বর্ষার সময় বিপদ এড়াতে বাতিস্তম্ভে ‘ডেঞ্জার’ স্টিকার 

কলকাতা, ৬ জুলাই – বর্ষার জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা এড়াতে এবার আগেভাগে সতর্ক হল কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার প্রতিটি ল্যাম্প পোস্টেই লাগানো হচ্ছে  ‘ডেঞ্জার’ বা ‘বিপজ্জনক’ লেখা স্টিকার। বর্ষার সময় শহরের বাসিন্দাদের এই বৈদ্যুতিক ল্যাম্প পোস্ট থেকে দূরে থাকার বার্তা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে পুরসভার আলো বিভাগ। বিপদ এড়াতে এই সতর্ক বার্তা দেওয়ার প্রথম

কলকাতা, ৬ জুলাই – বর্ষার জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা এড়াতে এবার আগেভাগে সতর্ক হল কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার প্রতিটি ল্যাম্প পোস্টেই লাগানো হচ্ছে  ‘ডেঞ্জার’ বা ‘বিপজ্জনক’ লেখা স্টিকার। বর্ষার সময় শহরের বাসিন্দাদের এই বৈদ্যুতিক ল্যাম্প পোস্ট থেকে দূরে থাকার বার্তা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে পুরসভার আলো বিভাগ। বিপদ এড়াতে এই সতর্ক বার্তা দেওয়ার প্রথম পর্যায়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।  

কলকাতা পুরসভার আওতায় তিন লক্ষ ল্যাম্প পোস্ট রয়েছে। এই প্রতিটি ল্যাম্প পোস্টের গায়ে ‘ডেঞ্জার’ লেখা স্টিকার আটকে দেওয়া হবে। আলো বিভাগের এক আধিকারিক জানান, ল্যাম্প পোস্টের গায়ে বিপদবার্তা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে । অধিকাংশ ল্যাম্প পোস্টের আর্থিংয়ের কাজও সম্পন্ন হয়েছে ।

২০২২ -এ কলকাতায় ঘটে যায় দুটি মর্মান্তিক মৃত্যুর ঘটনা। হরিদেবপুরে এক নাবালক এবং রাজাবাজারে এক কিশোরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে যায় যা নিয়ে শোরগোল পড়ে যায়। প্রশ্ন ওঠে কলকাতা পুরসভার পরিষেবা নিয়ে। পুরসভার আলো বিভাগের মেয়র পারিষদ সন্দীপরঞ্জন বক্সী এক সংবাদমাধ্যমে জানান,’অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা এবার কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি। যে এলাকায় ভারী বৃষ্টি হবে, সেখানকার বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেমনই আবার শহরের বাসিন্দাদের সতর্ক করার জন্য প্রতিটি ল্যাম্প পোস্টে স্টিকার লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এর পাশাপাশি জমা থাকা জলে বা ভিজে ল্যাম্প পোস্ট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা এড়াতে কোন কোন বিষয়ে সাবধান হতে হবে–তা নিয়ে শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রচার চালানো হচ্ছে। তবে শহরের বিভিন্ন জায়গায় ল্যাম্প পোস্ট থেকে বা অন্য কোনোভাবে বিদ্যুতের তারের বিপজ্জনকভাবে ঝুলে থাকা নতুন কোন ছবি নয়। কোন কোন সময়ে খোলা তারও ঝুলতে দেখা যায়। সেসব সমস্যাও খতিয়ে দেখা হচ্ছে।