পাওনা টাকা ফেরত চাওয়ার অপরাধে ঘর পুড়লো দলিত  মহিলার 

ভোপাল,২৬ অক্টোবর —কথায় আছে অন্যের ভালো করো তোমার ভালো হবে। সেই ভালো টা ফিরে ঠিক একদিন না একদিন তোমার কাছে রিটার্ন আসবে।কিন্তু ভোপালের এই দলিত মহিলার ক্ষেত্রে হলো ব্যাতিক্রম। ভোপালের উচ্চবর্ণের দুই যুবককে ১০ হাজার টাকা তাদের দরকারে টাকা ধার দিয়েছিলেন এই মহিলা।সম্প্রতি সেই টাকা ফেরত চেয়েছিলেন দলিত সম্প্রদায়ভুক্ত মহিলা ।কিন্তু তারা ধার নেওয়া টাকা ফেরত দিতে রাজি হয়নি। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা হয়। এরপরেই দুই যুবকের নামে থানায় অভিযোগ দায়ের করেন কৌসর বাই।

ঘটনাটি ঘটেছে রবিবার রাত ১০টা নাগাদ মধ্যপ্রদেশের ভোপালের বৈরাশিয়া থানার অন্তর্ভুক্ত দেকপুর গ্রামে। দলিত মহিলার নাম কৌসর বাই আহিরওয়ার। অভিযুক্ত দুই দুষ্কৃতীর নাম সমুন্দর যাদব এবং গোলু কুমার।থানায় অভিযোগ দায়ের করায় বেজায় চোটে যায় দুষ্কৃতীরা।প্রতিশোধ নিতে কালীপুজোর আগের রাতে গত ২৩ অক্টোবর সমন্দর এবং গোলু কৌসর বাইয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনায় দলিত মহিলার ৫০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায় কিন্তু জন প্রাণহানি হয়নি বলে জানা  গেছে। পুরো ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।