• facebook
  • twitter
Friday, 22 November, 2024

অনশন তুলে নিলেও আন্দোলনে অনড় ডিএ আন্দোলনকারীরা

কলকাতা,২৫ মার্চ — দীর্ঘ ৪৪ দিন টানা  আন্দোলন চালানোর পর শেষমেশ অনশন তুলে নিলেন ডিএ আন্দোলনকারীরা। বকেয়া ডিএ র দাবিতে শহিদ মিনারের পাদদেশে অনশনে বসেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। তবে ৪৪ দিনের মাথায় অনশন তুললেও আন্দোলন চালিয়ে যাবেন বলে জানালেন তাঁরা। যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, অনশন তুলে নেওয়া হলেও লাগাতার আন্দোলন চালিয়ে যাবে তারা।এই

কলকাতা,২৫ মার্চ — দীর্ঘ ৪৪ দিন টানা  আন্দোলন চালানোর পর শেষমেশ অনশন তুলে নিলেন ডিএ আন্দোলনকারীরা। বকেয়া ডিএ র দাবিতে শহিদ মিনারের পাদদেশে অনশনে বসেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। তবে ৪৪ দিনের মাথায় অনশন তুললেও আন্দোলন চালিয়ে যাবেন বলে জানালেন তাঁরা।

যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, অনশন তুলে নেওয়া হলেও লাগাতার আন্দোলন চালিয়ে যাবে তারা।এই ব্যাপারে ৪২টি কর্মচারী সংগঠন বৈঠকে বসবেন।প্রসঙ্গত, গতকালই মোদী সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ ৪ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করে। তারপরই যৌথ মঞ্চ ঠিক করে তাদের আন্দোলন এরপর কোন পথে হবে তা নির্ধারণ করতে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির দফতর কর্মচারী ভবনে বৈঠক করবে। এর আগে অবশ্য ধর্মঘটও ডেকেছিল তারা। গত ১০ মার্চের ধর্মঘটে প্রায় স্তব্ধ হয়েছিল একাধিক সরকারি দফতর।

রাজ্য বাজেটের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩ শতাংশ ডিএ ঘোষণা করেছিলেন। যাকে ‘ভিক্ষা’ আখ্যা দিয়েছিল যৌথমঞ্চ। নিজেদের দাবিতে অনড় থাকলেও মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁর পক্ষে আর দেওয়া সম্ভব নয়।