দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে ডি ওয়াই চন্দ্রচূড়ের নাম সুপারিশ করলেন ইউ ইউ ললিত

দিল্লি, ১১ অক্টোবর– পরবর্তী প্রধান বিচারপতি পেতে চলেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নাম সুপারিশ করেছেন দেশের বর্তমান প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত । কেন্দ্রীয় সরকার বিচারপতি ললিতের প্রস্তাব গ্রহণ করলে দেশের ৫০তম প্রধান বিচারপতির দায়িত্বভার গ্রহণ করবেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তাঁর কার্যকালের মেয়াদ হবে ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত। 

শীর্ষ আদালতে সিনিয়রিটির দিক দিয়ে বিচার করলে বর্তমানে প্রধান বিচারপতির পরেই রয়েছেন বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়। চলতি বছরের ৮ নভেম্বর অবসর নেবেন বর্তমান প্রধান বিচারপতি ইউ ইউ ললিত। তাঁর উত্তরসূরীর নাম সুপারিশ করার অনুরোধ জানিয়ে বিচারপতি ইউ ইউ ললিতকে চিঠি দিয়েছিলেন কেন্দ্রের আইন এবং বিচারমন্ত্রী কিরেণ রিজিজু। এরপরেই মঙ্গলবার সকাল ১০.১৫ নাগাদ চিঠি দিয়ে বিচারপতি চন্দ্রচূড়ের নাম সুপারিশ করেন বিচারপতি ললিত। পরবর্তী প্রধান বিচারপতির নাম ঘোষণার জন্য শীর্ষ আদালতের সমস্ত বিচারপতিকে তিনি জাজেস লাউঞ্জে হাজির হওয়ার অনুরোধ জানিয়েছেন।