উৎসবের মরশুমই নিষিদ্ধ মুম্বইতে, কার্ফু জারি ৪ ডিসেম্বর থেকে

মুম্বাই,২ ডিসেম্বর– শুধু মুম্বাই নয় প্রায় গোটা ভারতেই ডিসেম্বর মানেই উৎসবের মাস। পার্টি, পিকনিক, ক্রিসমাস-নববর্ষের অনুষ্ঠান, হইচই, হুল্লোড় লেগেই থাকে। যদিও বাণিজ্যনগরী মুম্বইতে জাঁকজমক আরও বেশি। কিন্তু সেই উৎসবের মরসুমে যাতে কোনওভাবে শান্তি শৃঙ্খলা ভঙ্গ না হয়, তার জন্য বড় সিদ্ধান্ত নিল মুম্বই পুলিশ। শহরে শান্তি রক্ষা করতে ও সংক্রমণের প্রকোপ কমাতে ডিসেম্বরকেই নিষিদ্ধ করল মুম্বাই পুলিশ। আগামী ৪ ডিসেম্বর থেকে কার্ফু জারি হচ্ছে মুম্বইতে। যে কোনও রকমের অনুষ্ঠান, জাঁকজমক, বিয়ে থেকে শোকসভা সব বন্ধ থাকবে আগামী বছরের ২ জানুয়ারি অবধি।

মুম্বই পুলিশ জানিয়েছে, ডিসেম্বর থেকে মুম্বই শহরে কোনও বড় জমায়েত করা যাবে না। জারি থাকবে কার্ফু । মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার ঘোষণা করেছেন, ৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত  শহরে বড় কোনও জমায়েত করা যাবে না। মিটিং, মিছিলও বন্ধ থাকবে। সঙ্গে নিষিদ্ধ-

– সবরকম বাজি পোড়ানো নিষিদ্ধ থাকবে ওই সময়ে।

– বন্দুক, রিভলবার, তলোয়ার ইত্যাদি সবরকম অস্ত্রের ব্যবহার বন্ধ থাকবে।

– লাউডস্পিকারে গান বাজানো যাবে না। সবরকম অনুষ্ঠান, নাচ-গানের আসর বন্ধ থাকবে।

– বড় জমায়েত করা যাবে না। একসঙ্গে পাঁচজনের বেশি লোক রাস্তায় জড়ো হয়ে হুল্লোড় করলে পুলিশ পাকড়াও করবে।

– পিকনিক, পার্টি বন্ধ থাকবে। বর্ষশেষের রাতে ক্লাবে গিয়ে হুল্লোড়, পার্টি করা যাবে না।

– সবরকম মিটিং, মিছিল, জনসভা বন্ধ থাকবে।

– বিয়ে, জন্মদিন, অন্নপ্রাশনের সেলিব্রেশন, শোকসভা করা যাবে না। বিয়ের জন্য কোনও শোভাযাত্রা যেমন বন্ধ থাকবে, তেমনি শ্মশানযাত্রীদের সংখ্যাতেও লাগাম পরানো হয়েছে।

– স্কুল-কলেজ, সরকারি অফিসের বাইরে জমায়েত করা যাবে না।