ভারত:- ইতিমধ্যেই গ্রুপ পর্বের ম্যাচ সমাপ্ত হয়েছে। দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল। ইতিমধ্যেই একাধিক রেকর্ড হয়েছে বিশ্বকাপে। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনালের আগে চমক দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তারা অধিনায়ক ঘোষণা করল বিরাট কোহলিকে। সূত্রের খবর, ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষিত দলে অধিনায়ক কোহলি। দলে নেই প্যাট কামিন্স বা স্টিভ স্টিভও। বিশ্বকাপে ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতে সেরা একাদশ গঠন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই দলেরই অধিনায়ক কোহলি। সূত্রের খবর, ভারতীয় দলের নেতৃত্বের ভার আগেই ছেড়েছেন কিং কোহলি। এই বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব সামলাচ্ছেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে ইতিমধ্যেই টানা নয় ম্যাচ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় দল। বিশ্বকাপের সেরা অধিনায়কদের তালিকাতে হিটম্যানের নাম প্রথমে থাকাই স্বাভাবিক। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশিত তালিকাতে নেই রোহিতের নাম। জানা গিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বিশ্বকাপের সেরা একাদশে ওপেনার হিসেবে রয়েছেন ডি কক ওপেনার ও উইকেটরক্ষক হিসেবে আছেন কুইন্টন ডি কক। ডেভিড ওয়ার্নার দ্বিতীয় ওপেনার। তিন নম্বরে রাচিন রবীন্দ্র,এই বিশ্বকাপে অন্যতম তারকা তিনি। নয় ম্যাচ খেলে করেছেন ৫৬৫ রান। চার নম্বরে বিরাট কোহলি, তিনিই অধিনায়ক দলের। পাঁচ নম্বরে আছেন এইডেন মার্করাম,ছয় নম্বরে গ্লেন ম্যাক্সওয়েল, সাত নম্বরে মার্কো জানসেন,তাঁর নামের পাশে ১৭ উইকেট। আট নম্বরে রবীন্দ্র জাদেজা,তাঁর নামের পাশে ১৬ উইকেট। নয় নম্বরে মহম্মদ শামি। এই ক্রিকেট বিশ্বযুদ্ধে সবমিলিয়ে মোট ১৬ উইকেট হয়ে গিয়েছে শামির। দশ নম্বরে অ্যাডাম জাম্পা, তাঁর দখলে ২২ উইকেট। এগারো নম্বরে জসপ্রীত বুমরাহ। সূত্রের খবর, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশিত তালিকাতে কোহলি সহ চারজন ভারতীয় স্থান পেয়েছেন। নিজেদের দেশের আছেন তিনজন ক্রিকেটার। তিনজন প্রোটিয়া ক্রিকেটার আছে। কিন্তু প্রশ্ন উঠছে বিশ্বকাপে অধিনায়কত্ব না করা কোহলিকে কেন ক্যাপ্টেন হিসেবে বেছে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশ্বকাপের সেমির ম্যাচ খেলতে ইতিমধ্যেই কলকাতা এসেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আগামী বৃহস্পতিবার ১৬ নভেম্বর ইডেন গার্ডেন্সে স্টেডিয়ামে আইসিসি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের মুখোমুখি হবে দুই দল।