• facebook
  • twitter
Friday, 22 November, 2024

‘রাশ টানতে হবে বৈভব-চাকচিক্যে’, নেতা-কর্মীদের বার্তা সিপিএমের

দিল্লি, ৩০ অক্টোবর–কালের নিয়মে আধুনিক হতে হলেও সতর্ক থাকতে হবে সামাজিক জীবনযাপনে৷ রাশ টানতে হবে বৈভব-চাকচিক্যে৷ দলের নেতা-কর্মীদের এমনই বার্তা দিল সিপিএমের কেন্দ্রীয় কমিটি৷ দিল্লিতে শুক্রবার থেকে চলা সিপিএমের কেন্দ্রীয় কমিটির তিনদিনের বৈঠক শেষ হয়েছে রবিবার৷ কেন্দ্রীয় কমিটির সদস্যদের INDIA জোটের বৈঠকগুলিতে হওয়া বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি

দিল্লি, ৩০ অক্টোবর–কালের নিয়মে আধুনিক হতে হলেও সতর্ক থাকতে হবে সামাজিক জীবনযাপনে৷ রাশ টানতে হবে বৈভব-চাকচিক্যে৷ দলের নেতা-কর্মীদের এমনই বার্তা দিল সিপিএমের কেন্দ্রীয় কমিটি৷ দিল্লিতে শুক্রবার থেকে চলা সিপিএমের কেন্দ্রীয় কমিটির তিনদিনের বৈঠক শেষ হয়েছে রবিবার৷ কেন্দ্রীয় কমিটির সদস্যদের INDIA জোটের বৈঠকগুলিতে হওয়া বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ যদিও এই বৈঠকের একটি বড় অংশ জুডে় ছিল শুদ্ধিকরণ, দলীয় শৃঙ্খলা মেনে চলা সংক্রান্ত বিষয়৷সাম্প্রতিক সময়ে দলের বিভিন্ন নেতার, বিশেষ করে ছাত্র ও যুব নেতার চালচলন যে দলীয় নীতি, পার্টি লাইন মেনে হচ্ছে না – সেই প্রসঙ্গও ওঠে৷ কারও দামি গাডি়, কারও বিলাসবহুল বাডি়৷ কোথাও মহিলা সহকর্মীর সঙ্গে অশালীনতা, কোথাও আবার ব্যবসায়ীর থেকে কাটমানি চাওয়ার মতো গুরুতর সব অভিযোগ৷ কখনও সামাজিক মাধ্যমে এমন কিছু মন্তব্য করা যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী, কখনও আবার এমন কিছু ছবি প্রকাশ্যে এসে যাওয়া, যার জেরে দলের ‘সর্বহারার প্রতিনিধি’-র ভাবমূর্তি নষ্ট হচ্ছে৷ বাংলা থেকেও সাম্প্রতিক সময়ে কয়েকজন নেতার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এসেছে৷ব্যক্তিভিত্তিক আলোচনা না হলেও সামগ্রিকভাবে এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় কমিটির বৈঠকে শীর্ষনেতৃত্ব দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছেন, সময়ের নিয়ম মেনে আধুনিক হতেই হবে৷ সামাজিক যোগাযোগ বাড়াতে বিত্তশালীদের সঙ্গে মেশা যেতে পারে, কখনও আবার এমন কিছু জায়গাতেও যাওয়া যেতে পারে, যেখানে সাধারণত বামপন্থীদের দেখতে অভ্যস্ত নন সাধারণ মানুষ৷ তবে কোনও ক্ষেত্রেই তার জেরে দলীয় শৃঙ্খলা, নীতির সঙ্গে আপোস করা যাবে না৷ বামপন্থী সিপিএম নেতা-কর্মীদের জীবনযাপন দেখে যেন আমজনতার কখনওই মনে না হয়, এই দল বা এই ব্যক্তি আর মোটেই কৃষক-শ্রমিক শ্রেণির প্রতিনিধি নন৷ মোদ্দা কথা, আধুনিক হলেও মেহনতি মানুষের সঙ্গে নাডি়র টান কিছুতেই ছিন্ন করা যাবে না৷সূত্রের খবর, রাজ্য কমিটির বক্তব্যে উঠে এসেছে, নিচুতলায় সাফল্যের সঙ্গে শুদ্ধিকরণ করা হয়েছে৷ সংগঠনও মজবুত হয়েছে৷ বৈঠকের শেষদিন ইজরায়েল-হামাস লড়াইয়ে গাজার ‘গণহত্যা’র প্রতিবাদে ও প্যালেস্টাইন নাগরিকদের স্বার্থে যুদ্ধবিরতির দাবিতে প্রতীকী ধরনা, অবস্থান কর্মসূচি নেয় সিপিএম কেন্দ্রীয় কমিটি৷ দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারদের সঙ্গে কর্মসূচিতে ছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, বৃন্দা কারাতরা৷