• facebook
  • twitter
Friday, 22 November, 2024

হুগলিতে বামেদের মহামিছিল ‘এত বড় মিছিল আগে কখনও হয়নি’

হুগলি,৯ এপ্রিল — রাম নবমীকে কেন্দ্র করে হওয়া অশান্তি শেষ হবার পর রবিবার দুপুরে সম্প্রীতির দাবিতে জনপ্লাবন দেখল হুগলির বিস্তীর্ণ এলাকায়। সিপিআইএম ছাড়াও মোট দশটি দল যোগ দিয়েছে এদিনের মিছিলে। এদিনের মিছিলে উপস্থিত রয়েছেন মহম্মদ সেলিম, বিমান বসু, শ্রীদী। রবিবারের এই মিছিল আদতে শুরু হওয়ার কথা ছিল রিষড়ার সীমান্ত এলাকা বাগখাল থেকে। কিন্তু পুলিশ সেই

হুগলি,৯ এপ্রিল — রাম নবমীকে কেন্দ্র করে হওয়া অশান্তি শেষ হবার পর রবিবার দুপুরে সম্প্রীতির দাবিতে জনপ্লাবন দেখল হুগলির বিস্তীর্ণ এলাকায়। সিপিআইএম ছাড়াও মোট দশটি দল যোগ দিয়েছে এদিনের মিছিলে।

এদিনের মিছিলে উপস্থিত রয়েছেন মহম্মদ সেলিম, বিমান বসু, শ্রীদী। রবিবারের এই মিছিল আদতে শুরু হওয়ার কথা ছিল রিষড়ার সীমান্ত এলাকা বাগখাল থেকে। কিন্তু পুলিশ সেই অনুমতি দেয়নি, ফলে আরও এগিয়ে মিছিল শুরু হয় কোন্নগর বাটা থেকে। এই মিছিলের ফলে জিটি রোড। বালি ব্রিজেও যানজট হয়ে যায়।

মিছিল শেষে উত্তরপাড়ার সভায় বিমান বসু বলেন, “আমি পুরো মিছিলটা হাঁটিনি। ৩৪ মিনিট হাঁটার পর পিছনে গাড়িতে উঠেছিলাম। আমি যে মিছিল দেখলাম তাতে আমি অভিভূত। এইরকম মিছিল আমি হুগলিতে দেখিনি।”

আগামীকাল হাওড়ার শিবপুরেও বামফ্রন্টের ডাকা এমনই এক সম্প্রীতি মিছিল আয়োজিত হবে।