কলকাতা , ২৮ এপ্রিল – কলকাতায় ফের বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রতি ৫০ লক্ষ শহরবাসীর মধ্যে ১০০ জন করোনায় আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত হচ্ছেন মূলত দক্ষিণ কলকাতার বাসিন্দারা। তবে তাদের মধ্যে বেশির ভাগেরই কোনোরকম উপসর্গ নেই। মঙ্গলবার শহরে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯০। যা বুধবার বেড়ে দাঁড়ায় ১১৯। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ৮টা নাগাদ একজনের মৃত্যু হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। বৃহস্পতিবার সন্ধেয় আরও একজনের মৃত্যু হয়েছে।