বিতর্ক এড়াতে প্লেনারি সেশনে চিন-পাকিস্তানের দলকে আমন্ত্রণ জানাবে না কংগ্রেস

দিল্লি, ১৭ ফেব্রুয়ারি– প্লেনারি অধিবেশনে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের শীর্ষনেতৃত্বেকে আমন্ত্রণ জানানো হলেও সমনোভাবাপন্ন কোনও ভিনদেশি দলকে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নিল কংগ্রেস। জানা গিয়েছে, বিতর্ক এড়াতে সতর্ক কংগ্রেসের এই সিদ্ধান্ত। এআইসিসি সূত্রে খবর, কংগ্রেসকে চিন্তায় ফেলেছে চিন ও পাকিস্থানের সঙ্গে ভারতের বর্তমান সম্পর্ক। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় আসার পর থেকেই চিনের সঙ্গে সম্পর্ক তলালিতে ঠেকেছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অবশ্য স্বাধীনতার পর থেকেই তলানিতে। তাই কোনও বিদেশি প্রতিনিধি এবারের প্লেনারি অধিবেশেন থাকছেন না বলেই আকবর রোডের কংগ্রেস সদর দপ্তর সূত্রে খবর।

কংগ্রেসের প্লেনারি অধিবেশনে বিভিন্ন দেশের সমনোভাবাপন্ন দলের শীর্ষনেতৃত্বকে আমন্ত্রণ জানান হয়ে থাকে। যেমন কমিউনিস্ট পার্টি অফ চিন , বাংলাদেশের আওয়ামী লিগ  , পাকিস্তান পিপলস পার্টি বা ন্যাশানাল কংগ্রেস পার্টি অফ আফ্রিকার নেতৃত্বেক আমন্ত্রণ জানানো হয়ে থাকে। রাজনৈতিক মতবিনিময় বা আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই এইসব দলের নেতৃত্বকে আহ্বান করা হয়ে থাকে। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বিশ্বের বিভিন্ন দেশে চলছে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্তিরতা। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এখনও অব্যাহত। আর্থিক সংকটে পাকিস্তান ও শ্রীলঙ্কা।