• facebook
  • twitter
Monday, 16 September, 2024

খাড়্গে চেয়ারে বসিয়ে সোনিয়া বললেন, ‘ভারমুক্ত হলাম’

দিল্লি, ২৬ অক্টোবর– ২৪ বছর পর ফের গান্ধি পরিবারের বাইরের একজন সভাপতি পেল কংগ্রেস। গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভের পর বুধবার কংগ্রেস সদর দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে দলের সভাপতির দায়িত্ব নিলেন মল্লিকার্জুন খাড়্গে। তাঁর হাতে জয়ের সার্টিফিকেটের বাঁধানো কপি তুলে দেন নির্বাচন কমিটির চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রি। এর আগে কংগ্রেসের নেতা কর্মীরা পুষ্পস্তবক দিয়ে খাড়্গেকে স্বাগত জানান।

দিল্লি, ২৬ অক্টোবর– ২৪ বছর পর ফের গান্ধি পরিবারের বাইরের একজন সভাপতি পেল কংগ্রেস। গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভের পর বুধবার কংগ্রেস সদর দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে দলের সভাপতির দায়িত্ব নিলেন মল্লিকার্জুন খাড়্গে। তাঁর হাতে জয়ের সার্টিফিকেটের বাঁধানো কপি তুলে দেন নির্বাচন কমিটির চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রি।

এর আগে কংগ্রেসের নেতা কর্মীরা পুষ্পস্তবক দিয়ে খাড়্গেকে স্বাগত জানান। এই তালিকায় উল্লেখযোগ্য হল বিদায়ী অর্ন্তবর্তী সভাপতি সোনিয়া গান্ধি এবং প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি । ভারত জোড়া যাত্রা তিন দিনের জন্য বন্ধ রেখে গতকাল রাতে তেলেঙ্গানা থেকে দিল্লি ফিরে আসেন রাহুল নতুন সভাপতিকে স্বাগত জানাতে। খাড়্গেকে সভাপতির চেয়ারে বসিয়ে দিয়ে দলীয় দফতর থেকে বেরোনোর মুখে সোনিয়া  হাল্কাচালে বলেন, ভার মুক্ত হলাম। দলের সভাপতির দায়িত্বের বোঝা আজ থেকে খাড়্গেজির মাথায় চাপল।প্রসঙ্গত, বিগত ২৪ বছরের মধ্যে সনিয়া ২২ বছর সভাপতি ছিলেন। এত দীর্ঘ সময় আর কেউ সভাপতি চেয়ারে থাকেননি কংগ্রেসে। মাঝে ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত সভাপতির দায়িত্ব সামলেছেন রাহুল। সভাপতি পদে সনিয়া একবারই নির্বাচনের মুখোমুখি হয়েছিলেন। বাকি দফা ভোট হয়নি। রাহুলও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন।