• facebook
  • twitter
Friday, 22 November, 2024

হিমাচলের রাশ সুখবিন্দর সিং সুখুর হাতে 

দেরাদুন, ১১ ডিসেম্বর– হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কংগ্রেস নেতা সুখবিন্দর সিং সুখু (Sukhwinder Singh Sukhu)। রবিবার শিমলায় তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর। একই সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা মুকেশ অগ্নিহোত্রী। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। দীর্ঘদিন বাদে কোনও একটি নির্বাচনে

দেরাদুন, ১১ ডিসেম্বর– হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কংগ্রেস নেতা সুখবিন্দর সিং সুখু (Sukhwinder Singh Sukhu)। রবিবার শিমলায় তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর। একই সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা মুকেশ অগ্নিহোত্রী। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী।

দীর্ঘদিন বাদে কোনও একটি নির্বাচনে সাফল্য। সেই সাফল্যের স্বাদ গোষ্ঠীকোন্দলের জটিল অঙ্কে ফিকে করে দিতে চায় না কংগ্রেস। সম্ভবত সেকারণেই হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথের মঞ্চে ঐক্যের বার্তা দিলেন সুখবিন্দর সিং সুখু। এদিন শপথের মঞ্চে বড় করে প্রয়াত মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছবি লাগানো হয়। শপথে নেওয়ার আগে সেই ছবিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। বাকি কংগ্রেস নেতারাও বীরভন্দ্রর মূর্তিতে মাল্যদান করেন। সেসময় মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী পদের জন্য সুখুর প্রতিদ্বন্দ্বী প্রতিভা সিংও। মঞ্চে প্রতিভাকে আলিঙ্গন করতেও দেখা যায় রাহুল গান্ধীকে।