দিল্লি বিমানবন্দরে গ্রেফতার করা হলো কংগ্রেস নেতা পবন খেরাকে। ছত্তীসগড়ের রায়পুরগামী বিমান থেকে নামিয়ে আনা হয় এই কংগ্রেস নেতাকে ।এফআইআর-এর প্রতিলিপি নিয়ে সরাসরি দিল্লি বিমানবন্দরে এসে তাঁকে গ্রেফতার করে অসম পুলিশ। সেই সময় ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে যাওয়ার জন্য একটি বিমানে উঠে পড়েছিলেন কংগ্রেস নেতাবৃন্দ। ছিলেন পবন খেরাও। আচমকা তাঁকে এসে জানানো হয়, তাঁকে বিমান থেকে নামতে হবে। এরপর তাঁকে বিমান থেকে নামিয়ে বিমানবন্দর থানায় নিয়ে গিয়ে গ্রেফতার করা হয়। আর এই ঘটনার প্রতিবাদে বিমানবন্দরের টারম্যাকেই বসে পড়ে এক অভিনব প্রতিবাদ শুরু করলেন বিমানটিতে থাকা বাকি কংগ্রেস কংগ্রেস নেতারা। ২৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, এই নাটকীয় ঘটনার সাক্ষী থাকল দিল্লি বিমানবন্দর। উল্লেখ্য, সম্প্রতি আদানি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণের সময় যে ভাষা তিনি ব্যবহার করেন, তার প্রেক্ষিতে পবন খেরার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল বিজেপি।