মুঙ্গেলি , ১৩ নভেম্বর – ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারে গিয়ে দুর্নীতি ইস্যুতে কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই রাজ্যে সরকার থেকে বিদায় নেওয়ার কাউন্টডাউন কংগ্রেস শুরু করে দিয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী। সোমবার বিধানসভা ভোটার প্রচারে ছত্তিশগড়ে যান মোদি। এদিন তিনি কংগ্রেসের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল এবং উপমুখ্যমন্ত্রী টি এস সিং দেও-এর মধ্যে ক্ষমতা ভাগাভাগির বিষয় তুলে ধরে কংগ্রেসকে কটাক্ষ করেন।
ছত্তিশগড়ের মুঙ্গেলি জেলায় একটি সমাবেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এদিন বলেন , কংগ্রেস যখন তার নিজের দলের শীর্ষ নেতাদের ছেড়ে দিতে পারে , তখন এটি নিশ্চিত যে তারা আমজনতাকেও ঠকাবে এবং তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল এবং উপমুখ্যমন্ত্রী টিএস সিং দেও-এর মধ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে যে চর্চা শুরু হয়েছে তা নিয়েই এদিন কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘ কংগ্রেসও এখন বুঝতে পেরেছে যে ছত্তিশগড়ে তার সময় শেষ। দিল্লির কিছু সাংবাদিক বন্ধু এবং রাজনৈতিক বিশেষজ্ঞ আমায় বলেছেন , মুখ্যমন্ত্রী নিজেই হেরে যাচ্ছেন। ‘