জয়পুর, ১৯ অক্টোবর – রাজস্থান-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটার নির্ঘন্ট প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন। যদি এখনও পর্যন্ত রাজস্থানের সব আসনে প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস। এরই মধ্যে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানান, তিনি রাজ্যের শীর্ষ প্রশাসনিক পদ ছাড়তে চাইলেও পদ তাঁকে ছাড়ছে না। গেহলট আরও জানান, মুখ্যমন্ত্রীর চেয়ার তাঁকে ছেড়ে যাবে না। অন্য চার রাজ্যের অনেক বিধানসভা আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। কিন্তু ব্যতিক্রম রাজস্থান।